উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের এবার ভ্রমণের খরচ হবে প্রায় দ্বিগুণ

উত্তরবঙ্গ: পর্যটকদের ভ্রমণের মাশুল এবার প্রায় দ্বিগুণ । উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের এবার ভ্রমণের খরচ হবে প্রায় দ্বিগুণ। কারন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে এক লাফে গাড়ি ভাড়া প্রায় দ্বিগুণ হাকাচ্ছে । শুধু দার্জিলিং , কালিম্পং নয় প্রতিবেশী রাজ্য সিকিম ভ্রমণ বাড়তি বোঝা হচ্ছে গাড়ির ভাড়া। এই পরিস্থিতিতে সংশয়ে রয়েছে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা। সরকারের কাছে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধিতে লাগাম দেওয়ার আবেদন।

    শিলিগুড়ি থেকে দার্জিলিং ও কালিম্পংয়ে যাওয়ার জন্য ছোটো গাড়ির ভাড়া ছিল ২৫০০ টাকা । সেই ভাড়া বেড়ে এখন হয়েছে প্রায় ৩০০০ থেকে ৩৫০০ টাকা। পাশাপাশি বড়ো গাড়ির ভাড়া বেড়ে হয়েছে প্রায় ৪৫০০ টাকা । তবে এই ক্ষেত্রে মিরিক হয়ে যেতে হলে আরও প্রায় ১৫০০ টাকা বাড়তি দিতে হবে পর্যটকদের। অন্যদিকে প্রতিবেশী রাজ্য সিকিম ভ্রমণের খরচ বাড়বে পর্যটকদের। আগে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে উত্তর সিকিমের ইয়াংথ্যাং,লাচুং , গুরুদম্বা ইত্যাদি পর্যটন কেন্দ্রে যেতে আগে গাড়ি ভাড়া লাগতো প্রতিদিন হিসেবে প্রায় ৪০০০ টাকা। সেই ভাড়া বেড়ে এখন প্রায় ৬০০০ হাজারের কাছাকাছি হয়েছে । তবে এই ক্ষেত্রে ডিলাক্স গাড়ি নিতে হলে আরও বাড়তি প্রায় ৩০০০ টাকা খরচ করতে হবে।