ডিজেলের দাম হু হু করে বাড়ছে এবার বিকল্প হিসাবে কেরোসিন তেলে বাস চালানোর পরিকল্পনা নিচ্ছেন অনেকেই

নিজস্ব সংবাদদাতা : ডিজেলের দাম হু হু করে বাড়ছে। সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে ডিজেলের দাম। জ্বালানি তেলের দাম কোথা থেকে জোগাড় হবে তা ভেবে কূল কিনারা পাচ্ছেন না বাস, মিনিবাসের মালিকরা। এবার বিকল্প হিসাবে কেরোসিন তেলে বাস চালানোর পরিকল্পনা নিচ্ছেন অনেকেই। শুধু জেলাস্তরে নয়, কলকাতা মহানগরীতেও ঢুকছে কেরোসিন চালিত বাস। অভিযোগ এমনটাই। আর তার জেরে এবার বায়ু দুষণের ভয়াবহ সম্ভাবনা। এদিকে বাস মালিকদের একাংশের দাবি, যেভাবে জ্বালানি তেলের দাম বেড়েছে সেক্ষেত্রে কেউ যদি বিকল্প কিছু ভাবে তাতে কিছু করার নেই। এদিকে কেরোসিনে বাস চালানোর জেরে ইঞ্জিনেরও ক্ষতির সম্ভাবনা প্রবল। কিন্তু আর কোনও রাস্তাও পাচ্ছেন না বাস মালিকরা। না হলে একটাই রাস্তা, বাস বসিয়ে রাখতে হবে।তবে বিশেষজ্ঞদের দাবি, কেরোসিন তেলে বাস চালালে আগুনও ধরে যেতে পারে। ফুয়েল পাম্প বিগড়ে যেতে পারে। তবে বাস মালিকদের দাবি, পাম্প বদলে নিলেও লাভ আছে। কিছুটা হলেও খরচ বাঁচবে। কিন্তু কীভাবে টাকা বাঁচবে কেরোসিনে বাস চালালে?বাস মালিকদের একাংশের দাবি, রেশনে কেরোসিনের দাম ৬৪ টাকা লিটার। আর খোলা বাজারে তা ৮০টাকার কাছাকাছি। সেক্ষেত্রে কেরোসিনে বাস চালালে কিছুটা সুবিধা। বছরে প্রায় সাড়ে তিন লাখ টাকা বাঁচানো যাবে এতে। এর মধ্যে ৩০ হাজার টাকা খরচ করে ফুয়েল পাম্প বদলালেও লাভের মুখ দেখা যাবে। কিন্তু প্রশ্ন উঠছে খরচ হয়তো বাঁচবে কিন্তু পরিবেশ দূষণের বিষয়টি কি হবে? কেরোসিন তেলে চালিত বাস থেকে যে ধোঁয়া বের হয় তা আটকাবে কে?