বন্ধু-বান্ধবদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিল এক স্কুল পড়ুয়া ৪৮ ঘণ্টা পর তলিয়ে যাওয়া ছাত্রের মৃতদেহ জলে ভাসতে দেখা যায়

নিজস্ব সংবাদদাতা : বন্ধু-বান্ধবদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিল এক স্কুল পড়ুয়া৷ বন্ধুরা উঠে আসলেও জলে তলিয়ে যায় সম্রাট ঘোষ নামে নবম শ্রেণীর ছাত্র৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ উদ্ধারকারী দল উদ্ধারকার্যে হাত লাগায়৷ কিন্তু দিন পেরিয়ে রাত হলেও পড়ুয়ার খোঁজ মেলেনি৷ কিন্তু হাল ছাড়েননি সম্রাটের পরিবার৷ ঘটনার রক থেকেই দিনরাত নদীর ঘাটে বসে ছিলেন তারা৷ অবশেষে ৪৮ ঘণ্টা পর তলিয়ে যাওয়া ছাত্রের মৃতদেহ জলে ভাসতে দেখা যায়। এরপর নাকাশীপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ গত বুধবার ঘটনাটি ঘটেছিল নদিয়ার নাকাশিপাড়া পাটুলি ঘাটে৷ দাদা ও বন্ধু-বান্ধবদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিল সম্রাট ঘোষ। ঘাটে বাধা নৌকায় খেলা করতে করতে নৌকা থেকে আচমকাই পড়ে যায় জলে৷ স্থানীয় বাসিন্দারা জানান ওই এলাকায় মঙ্গলবার দিন একটি পুজো ছিল। এবং তার পরদিন বুধবার সম্রাট ঘোষ এবং তার দাদা ও বন্ধুরা মিলে আনুমানিক দুপুর ১ টা নাগাদ ভাগীরথী নদীতে স্নান করতে যায়। ঘাটে বাধা নৌকায় খেলা করতে করতে জলে পড়ে যায়৷ খবর ছড়ি পড়তেই এলাকাবাসী নদীর পাড়ে আসে এবং জলে নেমে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি৷এরপর দুই দিনের মাথায় তার মৃতদেহ উদ্ধার হয়৷এলাকায় নেমে আসে শোকের ছায়া।