|
---|
শরিফুল ইসলাম, নদীয়া, নতুন গতি :নদীয়া জেলার দুই লোকসভা কেন্দ্রে ভোটের আগে কর্তব্যরত অবস্থায় নির্বাচনী নোডাল অফিসার অর্ণব রায়ের নিখোঁজের ঘটনা কে কেন্দ্র করে রহস্য ক্রমশ গভীর হচ্ছে l
বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালি থানায় জেলা শাসক সুমিত গুপ্ত, পুলিশ সুপার রূপেশ কুমার ও নিখোঁজ অফিসারের স্ত্রী-য়ের পক্ষ থেকে একটি মিসিং ডায়েরি করার পরেও খবর লেখা ইস্তক অর্ণব বাবুর হদিশ না মেলায় কার্যত প্রবল অস্বস্তিতর মুখে জেলা প্রশাসন l ভেঙে পড়েছেন তাঁর পরিবারও l
সূত্রে খবর, জেলার কৃষ্ণনগর ও রানাঘাট (তপ:) দুই কেন্দ্রের সমস্ত ইভিএম ও ভিভিপ্যাটের যাবতীয় দায়িত্বে ছিলেন ওই অফিসার l
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেও বিপ্রদাস পালচৌধুরী ইনস্টিটিউটে রুটিন মাফিক নির্বাচনী ডিউটিতে যোগ দেন অর্ণব বাবু l দুপুরে লাঞ্চের পর থেকে তাঁকে আর দেখা যায় নি l তাঁর জন্য নির্দিষ্ট গাড়িটি যথা স্থানে আছে l গাড়ির চালকের কাছে অর্ণবের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় l নিখোঁজ অফিসার সম্পর্কে তিনিও কোনো উত্তর দিতে পারেন নি l অর্ণব রায়ের সহকর্মীদের কাছ থেকেও এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায় নি l
তদন্ত চলছে lঅর্ণবের ব্যবহৃত দুটি মোবাইলের সুইচ বন্ধ, তবে ফোনের টাওয়ার লোকেশনে দিগনগরের অবস্থান স্পষ্ট হয়েছে l খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সব অঞ্চলের সিসি টিভির ফুটেজl
আগামী উনত্রিশ এপ্রিল নদীয়া জেলার দুই কেন্দ্রে ভোট গ্রহণ l সমস্ত বুথের ইভিএম সহ ভিভিপ্যাটের ইনচার্জ ছিলেন অর্ণব রায় l এই মুহূর্তে সংশ্লিষ্ট অফিসারের নিখোঁজের খবরে তাই যথেষ্ট উদ্বিগ্ন জেলা প্রশাসন l