অনূর্ধ্ব কুড়ি বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হলো উরুগুয়ে

নিজস্ব সংবাদদাতা :২০২৩ অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ ফুটবল জিতে নিল উরুগুয়ে। এর আগে তারা দুইবার ফাইনালে উঠলেও জিততে পারেনি। ইতালি কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো উরুগুয়ে। এবারে বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল উরুগুয়ে। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারায় তারা এছাড়া সেমিফাইনালে ইসরায়েলকে পরাস্ত করে। ফাইনালে মুখোমুখি হয়েছিল ইতালির। তবে ধারে ভারে উরুগুয়ে অনেকটাই এগিয়ে ছিল। প্রথম থেকেই ইতালির ডিফেন্সে আক্রমণ চালায় উরুগুয়ে দলের ফরওয়ার্ড লাইন। দুর্দান্ত ফুটবল খেলে উরুগুয়ে। তবে প্রথম অর্ধে খেলা শূন্য শূন্য ছিল। দ্বিতীয় অর্ধে উরুগুয়ে দুর্দান্ত খেললেও গোলের মুখ দেখতে পারছিল না। সবাই যখন ধারণা করে নিয়েছে খেলা অতিরিক্ত সময় গড়াবে সেই সময় নির্ধারিত সময়ের চার মিনিট আগে উরুগুয়ে গোল করে ম্যাচ তাদের পকেট বন্দি করে নেয়। অপরদিকে দক্ষিণ কোরিয়াকে ইজরায়েল হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে।