|
---|
নিজস্ব সংবাদদাতা :রাজ্যে বর্ষা আগমনের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, খুব দ্রুত বর্ষা প্রবেশ করতে চলেছে এই বিষয়ে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার মধ্যে পাহাড়ি শহর দার্জিলিং ও কালিম্পং এ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে। উত্তরবঙ্গের পর দক্ষিণ বঙ্গে প্রবেশ করবে বর্ষা।