|
---|
আসিফ রনি, নতুন গতি : ইস্ট ইন্ডিয়া ক্যারাটে এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে মে মাসের ২০,২১,২২ তারিখে উড়িষ্যার ভুবেনস্বরে ।
উল্লেখ্য, Seishinkai indian karate-Do & KickBoxing Institute এর kolkata pearah bagan branch থেকে ২৪ তম বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২২ সে যারা অংশগ্রহণ করেছিলো এবং গোল্ড সিলভার ব্রঞ্জ পেয়েছে সেইসব প্রতিযোগিতার নিয়ে ইতিমধ্যেই প্র্যাক্টিস শুরু করে দিয়েছে branch instructor Shihan Mriganka Ghosh (5th Dan Black Belt)।