|
---|
উজির আলী, নতুন গতি, হরিশ্চন্দ্রপুর: আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। বুধবার হরিশ্চন্দ্রপুর স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা।
জানা যায়, ধৃতের নাম রাজেন্দ্র ওরাও (২৫) হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভাট্টা গ্রামের বাসিন্দা। স্টেশন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যায়। ধৃতকে তল্লাশি তার কাছ থেকে একটি পাইপগান সহ এক রাউন্ড গুলি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। এ দিন ধৃত ওই যুবককে চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে বলে খবর।