|
---|
সেখ আব্দুল আজিম : আকুনি YMA ফুটবল ক্লাবের উদ্যগে অনুষ্ঠিত হল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা।এদিনের এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮টি দলের মধ্যে ফাইনাল মাচ খেলার যোগ্যতা অর্জন করে কুমিরমরা তাজ ক্লাব ও অ্যাপেলো নার্সিংহোম শিয়াখালা। নির্দিষ্ট সময়ে খেলা অমীমাংসিত থাকলে ম্যাচ ট্রাইব্রেকারে গড়ায়, সেখানেও অমীমাংসিত থাকলে টসের মাধ্যমে চ্যাম্পিয়ন হয় কুমিরমরা তাজ ক্লাব। আকুনি YMA ক্লাবের শতবর্ষ উদযাপন বর্ষে ট্রফি জিততে পেরে দারুন খুশি কুমিরমরা তাজ ক্লাবের কর্মকর্তারা। এদিনের ফুটবল প্রতিযোগিতা উপভোগ করতে মাঠের চারপাশে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।