আবার বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর

হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা : সুন্দরবনের মৎস্যজীবীদের বাঘের হানায় মৃত্যু মিছিল লেগেই আছে। আবার এক মৎস্যজীবী, নিহতের নাম সুশান্ত প্রামাণিক(২৪) বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানীর কাছে পীরখালির জঙ্গলে। সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে সুশান্তকে উদ্ধার করে নিয়ে এলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার সকালে তাঁর রক্তাক্ত দেহ নিয়ে ঝড়খালির বাড়িতে ফেরেন সঙ্গীরা। ঘটনার খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ।পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ঝড়খালি ৪ নম্বর নেহেরু পল্লীর বাসিন্দার সুশান্ত বাবা সহ পরিবারের আরও দুই সদস্যের সাথে গিয়েছিলেন কাঁকড়া ধরতে। বৃহস্পতিবার রাতে যখন জঙ্গলের পাশে নদীর চরে নৌকা নোঙর করে বিশ্রাম নিচ্ছিলেন তখনই একটি বাঘ আচমকা ঝাঁপিয়ে পড়ে সুশান্তের উপর। তাঁর ঘারে থাবা বসিয়ে টেনে নিয়ে পড়ে কাদাজলে। এরপর সুশান্তকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যায় মুহূর্তের মধ্যে। নৌকায় প্রবল ঝাঁকুনি পেয়ে বাবা বরুন প্রামাণিক সহ বাকিদের সম্বিত ফেরে। তড়িঘড়ি কাঁকড়া ধরার লোহার শিক, নৌকার বৈঠা, বাঁশ নিয়ে বাঘের পিছু নেয় তাঁরা। কার্যত বাঘ পিটিয়ে ছেলেকে বাঘের মুখ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে তাঁরা। কিন্তু সুশান্তকে নিয়ে ফেরার পথেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে বনকর্মীরা শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে সুশান্তর দেহ গ্রামে ফিরলে সেখানে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি ঐ যুবকের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে। পরিবারের রোজগেরের এমনই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে বাকি সদস্যরা।