|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: ‘দিল্লি চলো: এ ফাইট ফর আওর রাইটস!’ নাম নিয়ে দিল্লিমুখী বাংলার কয়েক হাজার মানুষ, যাঁরা ১০০ দিনের কাজ করেও প্রাপ্য থেকে বঞ্চিত। শনিবার দুপুরে ভারচুয়াল ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার কর্মী, সমর্থক ও বঞ্চিত প্রান্তিক মানুষজনের কাছে বার্তা দিয়েছেন যে কোনও প্ররোচনা, উসকানিতে পা দিয়ে, কোনও অশান্তি নয়, বরং নিজেদের বকেয়া পেতে ঠান্ডা মাথায় গোটা আন্দোলন সংগঠিত করতে হবে।
এদিন তিনি বলেন, ”কোনওরকমভাবেই আমাদের আটকানো যাবে না। বাংলার বকেয়া নিয়েই ফিরব। কেউ রুখতে পারবে না। আপনারা নিজেদের হকের টাকা আদায় করতে যাচ্ছেন, সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তা করতে হবে।”
এরপর ২ ও ৩ অক্টোবরের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান তিনি। সেইসঙ্গে মোদি সরকারের উদ্দেশে ফের অভিষেক হুঁঁশিয়ারি দেন, ”দিল্লিতে যদি আমাদের কারও গায়ে বিন্দুমাত্র হাত পড়ে, আঁচড় লাগে, তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলব না। আমার উপর অত্য়াচার করুন, আমাদের নেতা-মন্ত্রীদের উপর অত্যাচার করুন। ইট কা জবাব কীভাবে পাত্থর সে দিতে হয়, আমরা জানি।”