১ অক্টোবর থেকে ২০০০ টাকার নোট কি বৈধ থাকবেনা?

দেবজিৎ মুখার্জি: আজ শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০০০ টাকা ব্যাংকে জমা দেওয়ার শেষদিন। কিন্তু প্রশ্ন উঠছে ১ অক্টোবর থেকে ২০০০ টাকার নোট বৈধ থাকবেনা?

     

    আগামিকাল থেকেও ওই নোট বৈধই থাকবে। কিন্তু সেই নোট লেনদেনের কাজে ব্যবহার করা যাবে না। তবে তা এখনও জমা করা যাবে রিজার্ভ ব্যাঙ্কে।