|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: মাত্র দেড় মাস। সম্পূর্ণ আফগানিস্তান চলে গেল তালিবানের দখলে। আজ সকাল থেকেই আশঙ্কা করা হয়েছিল কাবুল পতন প্রায় নিশ্চিত। শেষমেশ তাই হল। যুদ্ধ না বাড়িয়ে পদত্যাগ করলেন আশরফ গনি। আজ থেকেই শুরু হয়ে যাবে ক্ষমতার হস্তান্তর। প্রসঙ্গত, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন তালিবানের প্রধান মোল্লা আব্দুল গনি বরাদর।
প্রসঙ্গত, গত ৯ মার্চ তারিখে আমেরিকা তাঁদের সৈন্য আফগানিস্তান থেকে দেশে ফেরাতে শুরু করে। তারপরেই নতুন করে তালিবান আফগান দখলের পরিকল্পনা নেয়। বিগত দেড় মাস ধরে লাগাতার সংঘর্ষের ইতি পড়ল আজ। যদিও কাবুল দখলের সময় তাঁরা চায়নি যে সংঘর্ষ হোক। তালিবানের এক মুখপত্র জানিয়েছিল, “আমরা চাইছে নিরাপদে এবং শান্তিপূর্ণ ভাবে যাতে ক্ষমতার হস্তান্তর ঘটে। সাধারণ মানুষ যেন হিংসার বলি না হন, সে দিকে খেয়াল রাখা হচ্ছে। কাবুলের মানুষের জীবন বিপন্ন হোক, তা একেবারেই চাই না আমরা।“
তালিবানদের দাবি অনুযায়ী মার্কিন কূটনীতিবিদ এবং ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন আশরফ। বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয় তালিবান নেতৃত্বকে। সেই মতো মোল্লা আবদুল গনি বরাদরের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেয় তালিবানের একটি প্রতিনিধি দল। এরপরেই ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।