খনি-শিল্পাঞ্চলের নিমশায় স্বাধীনতার হীরক জয়ন্তী পালন

স্টাফ রিপোর্টার : আসানসোল লোকসভা কেন্দ্রের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ধন্য নিমশায় কবি নজরুল সংঘের উদ্যোগে পালিত হল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস । কেন্দ্রীয় সরকার স্বাধীনতার হীরক জয়ন্তী উপলক্ষে স্বাধীনতা উৎসবের পোশাকী নাম দিয়েছে অমৃত মহোৎসব । নিমশার হাটতলায় নজরুল মূর্তির সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । মাল্যদান করা হয় স্বাধীনতার কবি কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তিতে। মাল্যদান করেন সংঘের সভাপতি সেখ ফজলে করিম, সম্পাদক বাপ্পা কাজী, সাংস্কৃতিক সম্পাদক বিকি কাজী, সংঘের প্রাক্তন সম্পাদক সাবীর কাজী, অন্যান্য সদস্য সেখ কাজল, সেখ আরোজ, সানি কাজী, শুভ্র কাজী, ক্রীড়া সম্পাদক ক্যাপ্টেন জসিমুদ্দিন নাজির প্রমুখ।
নিমশার প্রবীণ ব্যক্তি কাজী হাশেম আলি বলেন, শুধু স্বাধীনতা নয় ভারতবর্ষের গণতন্ত্রও ৭৫ তম বর্ষে পড়ল। ভারতীয় স্বাধীনতা ও গণতন্ত্র আজ বিশ্বে শ্রেষ্ঠত্বের দাবিদার হয়ে উঠেছে তার পিছনে আছে মানুষ। কবি নজরুল প্রত্যেক বছর অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস গুলির সঙ্গে স্বাধীনতা দিবসও পালন করে থাকে। সকাল থেকেই হাটতলা চত্বর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গন । সংঘের সম্পাদক বাপ্পা কাজী বলেন, স্বাধীনতার চেতনা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে সারা বছর আমরা বিভিন্ন অনুষ্ঠান ও সমাজসেবা মূলক অনুষ্ঠান করে থাকি। সরকারের বিভিন্ন প্রকল্প থেকে মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য চেষ্টা করি। সংঘের সাংস্কৃতিক সম্পাদক বিকি কাজী বলেন, আজ আমাদের বিজয়ের দিন। নিমশার সাংস্কৃতিক চেতনা সম্পন্ন মানুষের সহযোগিতায় প্রতি বছর এই দিনটি উৎসবের আকার ধারণ করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সংঘের সভাপতি সেখ ফজলে করিম ।