৭৫তম স্বাধীনতা দিবস পালন মেমারি আঁচল সেচ্ছাসেবী সংস্থা

সংবাদদাতা, মেমারি : আজ ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তলন করেন মেমারি আঁচল সেচ্ছাসেবী সংস্থা। বেশ কিছু কর্মসূচী মধ্যে দিয়ে। সকাল ৮ টায় আঁচলের অফিস সন্নিকটে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। তারপর স্থানীয় শিশু ও বালক বালিকাদের খাতা, পেন্সিল ,রাবার ও মিষ্টি বিতরন করা হয়। এরপর সারা মেমারী শহর ও বাগিলা পর্যন্ত এক বাইক র‌্যালির তথা সচেতনতার আয়োজন করা হয়। এই সচেতনতা প্রচারে ছিল পরিবেশ রক্ষার বার্তা, ডেঙ্গু ও অন্যান্য মশা বাহিত রোগ প্রতিরোধ করা, কোভিড বিধি মেনে চলা, বৃক্ষ রোপন ও স্বাধীনতা সংক্রান্ত নানা বিষয় সমূহ। এরপর আঁচল মেমারী এলাকায় যত প্রাক্তন সামরিক বাহিনীর কর্মী ও বর্তমানে কর্মরত সকল মানুষকে আজকের বিশেষ দিনটিতে আঁচলের তরফ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান হয়। দুপুর একটা নাগাদ সমস্ত কর্মসূচী শেষ হয়।