|
---|
নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমানের মেমারিতে খ্যাতনামা ঐতিহাসিক ও যশন্ত্রী বাগ্মী মরহুম গোলাম আহমাদ মোর্তজা সাহেব (রহ.) প্রতিষ্ঠিত মামুন ন্যাশনাল স্কুল বয়েজ ক্যাম্পাস মেমারিতে অনুষ্ঠিত হলো পঞ্চম থেকে নবম শ্রেণির এম ক্যাট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং। জি ডি এম সি সারা রাজ্যব্যাপী এই পরীক্ষার ব্যবস্থা করেন। পরবর্তী পর্যায়ে রাজ্যের ছ’টি জেলায় চলছে পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কাউন্সেলিং। ব্যাপক সংখ্যক ছাত্র-ছাত্রী এই কাউন্সেলিং এ অংশগ্রহণ করেন। এদিন উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা ও জিডি সহ অন্যান্য মিশনগুলির প্রতিনিধিবৃন্দ। দুটি পর্বে (বালক/বালিকা) বিভক্ত হয়ে এই বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়। সকাল দশটায় শুরু হয়ে দিনভর এই প্রক্রিয়া চলে। জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলূম সহ বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য শিক্ষক শিক্ষা কর্মী ও ছাত্রদের নিবিড় পরিশ্রমে কাউন্সেলিং পর্ব শেষ হয়। অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী শিক্ষা কর্মীদের কলরব ও করভানে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ মন্ডল এবং সম্পাদক কাজী মোঃ ইয়াসিন সাহেব।