ফের সামশেরগঞ্জে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস।

নিজস্ব প্রতিনিধি, সুতি : ফের সামশেরগঞ্জে কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। হাত ছেড়ে জোড়াফুলের পতাকা ধরলেন সামশেরগঞ্জের চাচন্ড অঞ্চলের তিনজন কংগ্রেসের জয়ী সদস্য রেজাউল করিম, বাপন দাস এবং সাবিনা খাতুন। বুধবার সামশেরগঞ্জের পুঠিমারীতে গিয়ে বিধায়ক আমিরুল ইসলামের হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা। এসময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহিদুল ইসলাম, ৬ নম্বর জেলা পরিষদের জয়ী সদস্য তহমিনা বিবি, পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সহ সভাপতি আনোয়ারা বেগম, জেলা সহ সভাপতি মোহাম্মদ তাসিরুদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। বোর্ড গঠনের মাত্র কয়েকদিনের মধ্যেই কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ করা যেতে পারে, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে সামশেরগঞ্জের চাচন্ড অঞ্চলের উত্তর চাচন্ড থেকে কংগ্রেসের প্রতিকে জয়ী হন মুন্সি রেজাউল করিম, নামো চাচন্ড কাহারপাড়া থেকে বাপন দাস, শিবপুর থেকে সাবিনা ইয়াসমিন। বোর্ড গঠনে তৃণমূল কংগ্রেসের প্রধান পদ প্রার্থীকেই সমর্থন করেন কংগ্রেস সদস্যরা। অবশেষে বুধবার সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কংগ্রেস সদস্যরা।