|
---|
সেন্ট্রাল টেট এর সময়সীমা বাড়ানো হলো
এ.এস.এম মিনহাজুল, নতুন গতি ডেস্ক:
চাকরি প্রার্থীদের জন্য সুখবর।আবার হতে চলেছে সেন্ট্রাল টেট পরীক্ষা। এই পরীক্ষাতে বসতে পারবেন ডিএলএড ও বিএড পাশ করা ছাত্র-ছাত্রীরা।এই পরিক্ষাতে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা সিবিএসসি বোর্ডের স্কুলে পড়ানোর সুযোগ পাবেন।
অনলাইন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল চলতি ইংরাজি মাসের ৫ তারিখে।৪ তারিখ থেকে সার্ভার সমস্যার কারণে অনেক ছাত্র ছাত্রী ফর্ম জমা করতে পারেননি।
এই সমস্যার কারণে কর্তৃপক্ষ ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে এই মাসের ১২ তারিখ পর্যন্ত করেছেন।সম্ভাব্য পরীক্ষার দিন জুলাই মাসের ৭ তারিখ বলে জানানো হয়েছে।