|
---|
নতুন গতি ডেস্ক, মালদা:
৪৫ বছরের এর ব্যক্তির ফাঁসি লেগে আত্মহত্যা কে ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার নবীনগর নামক গ্রামে। আজ সকালে উক্ত গ্রামের ভিতরে লিচুর বাগানে এক লিচুর গাছে গামছায় ফাঁসি লেগে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা ।
পুলিশকে খবর দেওয়া হলে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কেন এরকম হলো তা এখনো পরিষ্কার জানাতে পারেনি তার পরিবার। ঘটনার তদন্ত চলছে।