|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ ২৪ পরগনা।এই জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হল বারুইপুর।এই মহকুমা তিনটি পুরসভা (বারুইপুর, রাজপুর সোনারপুর, জয়নগর মজিলপুর) এবং সাতটি ব্লক (বারুইপুর, ভাঙর-১, ভাঙর-২, জয়নগর-১, জয়নগর-২, কুলতলি ও সোনারপুর) নিয়ে গঠিত। সাতটি ব্লকে দুটি সেন্সাস টাউন ও ৮০টি গ্রাম পঞ্চায়েত বর্তমান। মহকুমার সদর বারুইপুর।
এত বড় এই অঞ্চলের একটি মাত্র প্রধান হসপিটাল তার নাম বারুইপুর মহকুমা হসপিটাল।দুর্ভাগ্যক্রমে এই হাসপাতালের পরিকাঠামো অত্যন্ত পরিমাণে খারাপ।প্রচুর রোগগ্রস্থ মানুষ ছুটে আসে এই হাসপাতালে শুধুমাত্র ভালো চিকিৎসা এবং সুস্থ হওয়ার আশায়।ডাক্তার বাবু দের ব্যবহার এই সমস্ত গরিব দুঃখী মানুষদের শারীরিকভাবে এবং মানসিকভাবে দুর্বল করে তুলছে।নতুন নির্মিত বিল্ডিংয়ে নেই কোনো উপযুক্ত তথ্য দেওয়ার ব্যক্তি যার ফলে রোগীরা উপযুক্ত তথ্য না পেয়েছে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে।আবার এও দেখতে পাওয়া যায় কখনোও কখনোও কোন যন্ত্রণা গ্রস্থ রোগীকে আপৎকালীন এ ভর্তি করার পরিবর্তে পাঠিয়ে দেয়া হচ্ছে বহির্বিভাগে।অসুস্থ ব্যক্তিদের বসানোর জন্য নেই উপযুক্ত পরিমাণ মত জায়গা।