রেলযাত্রীদের আইনী পরিষেবা ডিএলএসএ এর

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: রেলযাত্রী, রেল ষ্টেশনে কর্মরত কুলি, ষ্টেশন চত্বরে ঘোড়াফেরা করা শিশুদের আইনী পরিষেবা দেওয়া হচ্ছে বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির তরফে। ন্যাশানাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি ও স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির নির্দেশে বীরভূম জেলা জজ আদালতের অধীন ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির ব্যাবস্হাপনায় ও বোলপুর রেল পুলিশের সহযোগিতায় এই আইনী পরিষেবা দেওয়া হচ্ছে।

    বৃহষ্পতিবার অথরিটির আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ জানান, অথরিটির সচিব – বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়ের তত্বাবধানে এই পরিষেবা প্রদান চলছে। রেলের মাধ্যমে জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ বোলপুর রেল ষ্টেশনে আসছেন। অনেকের অনেক রকম সমস্যার কথা জানাচ্ছেন এবং যথাযথ পরামর্শ দেওয়া হচ্ছে। এদিন রেল ষ্টেশনে কর্মরত কিছু কুলি তাদের অধিকার প্রসঙ্গে সমস্যার কথা জানান। সে কথা উদ্ধূতন কতৃপক্ষের কাছে পৌছে দেওয়া হবে। এদিন চাইল্ড লাইনের প্রতিনিধি ফজলুল হক ডিএলএসএ প্রতিনিধিদের সঙ্গে থেকে যৌথ ভাবে শিশুদের সুরক্ষা বিষয়ে সচেতন করেন। কোরনা পরিস্হিতিতে ডিএলএসএ এর তরফে মাস্ক বিতরনও করা হয়। এখন প্যান ইন্ডিয়া এ্যন্ড আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির তত্বাবধানে বোলপুর, সিউড়ী ও রামপুরহাট স্টেশনে লাগাতর পরাষেবা প্রদান করা হচ্ছে। এই লিগ্যাল এ্যসিসটেন্স বুথ থেকে ষ্টেশনে ঘোরাফেরা করা বেশ কিছু শিশু ও শারীরিক প্রতিবন্ধী মানুষকে চিহ্নিতকরন করা হয়েছে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত। সেই সমস্যা সমাধানের জন্যও পরামর্শ দেওয়া হয়।