পান্ডবেশ্বরের আলীনগরে স্বাধীনতা দিবসে সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব সংবাদদাতা , পশ্চিম বর্ধমানঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভার জামুড়িয়া বিধানসভার পাণ্ডবেশ্বর থানার খনি – শিল্পাঞ্চলের প্রাচীন গ্রাম আলীনগরে ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় । মালঞ্চ মন্দির প্রাঙ্গণে এই সাংস্কৃতিক সন্ধ্যায় আলোচনা, কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, কৌতুকাভিনয় পরিবেশিত হয়। আনন্দ মুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বরুণ মণ্ডল, নিমশা খোট্টাডিহি আলীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ধনেশ্বর গরাই, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় মণ্ডল , বিশিষ্ট সমাজসেবী ভাগ্যধর ঘোষ ও চন্দন মণ্ডল প্রমুখ ।
সন্ধ্যা সাতটায় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান । উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্নিগ্ধা ঘোষ। স্বাধীনতা আন্দোলনে যুব সমাজের ভূমিকা সম্পর্কে মনোজ্ঞ আলোচনা করেন এলাকায় ক্যুইজ মাস্টার নামে পরিচিত সজল মণ্ডল। সঙ্গীত পরিবেশন করেন পল্লবী অধিকারী, কোয়েল ঘোষ, অদ্রিজা মণ্ডল, রীতা মণ্ডল প্রমুখ। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন গোপীনাথ ও রনিত। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে কোয়েল, জয়ত্রী, নীতু, রাজন্যা, শ্রেয়া, ইসিতা, অঙ্কিতা আরও অনেক ক্ষুদে শিল্পী। কবিতা আবৃত্তি করে অভিজিৎ গরাই, সন্তোষী, জয়ত্রী গরাই , সঞ্চিতা, চন্দ্রানী মণ্ডল , সানন্দা মণ্ডল , ঐসী মণ্ডল , রিসিতা গরাই , রীতম প্রমুখ। সঙ্গীত পরিবেশন ও কৌতুকাভিনয় করে মানুষের মনোরঞ্জন করেন গোবিন্দ গোপাল ঘোষ।
উদ্যোক্তাদের পক্ষে নিমশা খোট্টাডিহি আলীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবলু মণ্ডল জানান, গ্রামের মানুষের সহযোগিতার জন্যই এত বড় অনুষ্ঠান করা সম্ভব হয়। তিনি বলেন , ভাগ্যধর ঘোষ ও মন্ত্রী মণ্ডলদের মতো মানুষদের বিশেষ সহযোগিতার জন্যই স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনটিকে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে গ্রামের মানুষও আনন্দ – উৎসব করার সুযোগ পেয়ে থাকেন। বাবলু মণ্ডল বলেন, নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার জন্য আমরা আরও অনুষ্ঠানের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করে থাকি।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রত্যেককেই পুরস্কৃত করা হয়। সংবর্ধনা জানিয়ে উপহার প্রদান করা হয় গ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের। চারঘন্টা ধরে চলে এই অনুষ্ঠান। সারাদিনের ব্যাপক আয়োজনে স্বাধীনতা দিবস আলীনগরে উৎসবের আকার ধারণ করে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন শিক্ষক বাবলু মণ্ডল।