|
---|
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত খড়গ্রাম হাসপাতাল পাড়া এলাকায় স্ত্রীর সাথে বিবাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক যুবক।পুলিশ জানিয়েছে মৃতের নাম প্রসেনজিৎ ঘোষ বয়স ২৮ বছর। গত দেড় বছর আগে বিয়ে হয় বিয়ের পর থেকেই স্ত্রী সাথে বিবাদ চলছিল এবং সেই মানষিক বিবাদের জেরে মঙ্গলবার রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ, বুধবার খড়গ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।