|
---|
রাজনগরের মুরাদগঞ্জ গ্রামে সমাজসেবী সুভাষ রায় ও বাসুদেব রায়ের স্মৃতিতে বস্ত্র বিতরণ —
খান আরশাদ,বীরভূম: বীরভূমের রাজনগরের ভবানীপুর অঞ্চলের মুরাদগঞ্জ গ্রামে সমাজসেবী সুভাষ রায় ও তার বাবা বাসুদেব রায়ের স্মৃতিতে দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হল।
মুরাদগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু রায় জানান প্রায় ছয় মাস আগে ১৪ দিনের ব্যবধানে তার বাবা বাসুদেব রায় ও দাদা সুভাষ রায় করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এলাকার ৩০০ জন দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হল।
উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ সুকুমার সাধু, সমাজসেবী রানা প্রতাপ রায় সহ সুভাষ রায়ের মা, কাকিমা সহ পরিবারের সদস্যগণ।