|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : অন্যতম দুর্গম শৃঙ্গের চূড়ায় ভারত তথা কলকাতা পুলিশের পতাকা ওড়ালেন এক বঙ্গতনয়া, স্বরূপা মণ্ডল। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যা স্বরূপা। মাস পাঁচেক আগে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপে স্বেচ্ছাসেবক নিয়োগে উদ্যোগী হয়েছিল কলকাতা পুলিশ। স্বরূপা সেই সময়েই সিভিক ভলান্টিয়ার হিসেবে যোগদান করেন এই গ্রুপে।
ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের দায়িত্ব পালন করা সহজ নয়। কিন্তু স্বরূপার অভিজ্ঞতা দেখে আমরা নিশ্চিত ছিলাম, তিনি এই কাজের জন্য যোগ্য। ২০১১ সালে পর্বতারোহণ শুরু করেছিলেন স্বরূপা। ২০১২ সাল থেকে শুরু করেন ওয়াল ক্লাইম্বিং-ও। দার্জিলিঙের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট থেকে পর্বতারোহণের অ্যাডভান্স কোর্স করেছেন তিনি। এরপর ২০১৯ সালে উত্তর কাশীর নেহরু ইন্সটিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে শেষ করেছেন ‘সার্চ অ্যান্ড রেসকিউ কোর্স’-ও। হিমালয়ের ২টি শৃঙ্গজয়ের অভিজ্ঞতাও আছে তাঁর।
হিমালয়ের ২টি শৃঙ্গজয়ের পর এই প্রথম ভারতের বাইরে পাড়ি দিয়েছিলেন স্বরূপা। লক্ষ্য, ৭টি শৃঙ্গজয়। তারই প্রথম ধাপ ছিল, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গগুলির মধ্যে অন্যতম মাউন্ট এলব্রুসের (উচ্চতা ৫,৬৪২ মিটার) শিখরে পা রাখা। গ্রেটার ককেশিয়ান পর্বতশ্রেণির ২০ কিমি উত্তরে অবস্থিত মাউন্ট এলব্রুস ইউরোপের অন্যতম দুর্গম শৃঙ্গও বটে। ৩/৬/১৯ সকাল ৮.২৫মি: নাগাদ স্বরূপা পা রেখেছেন এলব্রুসের চুড়োয়। শৃঙ্গজয়ের পর বেস ক্যাম্পে ফিরেও এসেছেন সুস্থ অবস্থায়।
তারা বলেন, লক্ষ্যের প্রথম ধাপ সম্পন্ন। বাকি শৃঙ্গজয়ের সুখবরও যে আসবে, আমরা নিশ্চিত। স্বরূপা হারতে শেখেননি।