প্রতারণার ফাঁদে তৃণমূল সাংসদ নুসরত জাহানের স্বামী

নতুন গতি নিউজ ডেস্ক : কয়েক দিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন টলি-অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল জৈন। টলিউডের প্রথম ডেস্টিনেশন ম্যারেজ সেরে দেশে ফিরে আসার পর গত বৃহস্পতিবারই হয়েছে নবদম্পতির প্রীতিভোজ অনুষ্ঠান। এরই মাঝে খবর, আর্থিক প্রতারণার শিকার হয়েছেন নিখিল।

    সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, মাসখানেক আগে একটি মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থার নামে আসা ই-মেলে মারফত জানতে পারেন তাঁকে একটা ভিভিআইপি নম্বর (মোবাইলের বিশেষ নম্বর) দেওয়া হবে। এর জন্য নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা করার কথাও জানানো হয়।

    পুলিশ জানায়, নিখিলের কাছে দু-টি ই-মেল আসে। নিখিল দাবি করেছেন, ই-মেলে উল্লেখিত অ্যাকাউন্ট নম্বরে তিনি ৪৫ হাজার টাকা ট্রান্সফার করেন। কিন্তু এর পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই ই-মেল মেসেজটি আদতে ভুয়ো।

    নিখিল যোগাযোগ করেছিলেন যে মোবাইল সার্ভিস প্রোভাইডারের নামে ই-মেল এসেছিল, তাদের সঙ্গে। কিন্তু তারা স্পষ্টতই জানিয়ে দেয়, ওই ধরনের কোনো মেসেজ তারা পাঠায়নি। এর পরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

    সচরাচর কোনো মোবাইল সার্ভিস প্রোভাইডার কোম্পানির বিশেষ নম্বর নিতে গেলে গ্রাহককে বাড়তি টাকা খরচ করতে হয়। এই নম্বরগুলি বিশেষ বৈশিষ্টযুক্ত হওয়ায় ভিভিআইপি নম্বর বলা হয়। নিখিল বড়ো ব্যবসায়ী, তিনি একটি জনপ্রিয় ব্র্যান্ডেড শাড়ি কোম্পানির মালিক। ফলে তেমনই কোনো ভিভিআইপি নম্বরের সুযোগ পেয়ে, তা নিতে চেয়েছিলেন তিনি। আর বিপত্তি সেখানেই!