জমিদার আমলে রক্ষাকালী পুজো হল শনিবার মধ্যরাতে

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    পূর্ব বর্ধমানের কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাশ গ্রামের রায় বটতলায় রক্ষাকালী পুজো হল শনিবার মধ্যরাতে।জমিদার আমল থেকে এই পুজো হয়ে আসছে।বহু প্রাচীন এই পুজো বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথি অনুযায়ী শনি বা মঙ্গলবারের মধ্যে যেকোন একদিন হয়।যে রাতে পুজো হয় সেই রাতেই বিসর্জন হয়।জমিদার আমলের পুজো হলেও আজও মায়ের মন্দির তৈরি হয় নি।শুধু বেদীটি দেখেই বোঝা যায়,বহুদিন আগে বেদিটি তৈরী করা হয়েছে।প্রত্যেকবার মায়ের মূর্তি তৈরি করে পুজো করা হয়। গ্রামে ঢ্যাডা পিটিয়ে গ্রামবাসীদের জানানো হয় পুজো কবে হবে।গ্রামের বধূরা বাড়ির মঙ্গল কামনায় সারাদিন উপোস করে নিষ্ঠা সহকারে মায়ের পুজোয় অংশগ্রহণ করে।এখানে একটি ছাগ বলি হয়।বর্তমানেও সেই রেওয়াজ আছে।এই পুজোকে কেন্দ্র করে মাতোয়ারা গ্রামবাসীরা।