ইভিএমের সব ভোট চলে যাচ্ছে বিজেপির পদ্মফুলে, ধরা পড়ল ত্রুটি

জাকির হোসেন সেখ, ১২ মে, নতুন গতি: ইভিএমে যে বোতাম‌ই টেপা হোক না কেন, ভোট চলে যাচ্ছে বিজেপির পদ্মফুলে। এমন‌ই ঘটনা ঘটতে দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের খণ্ডঘোষের হরিজন প্রাইমারি স্কুলের ২১০ নং বুথে। ঘটনা জানাজানি হতেই
বিক্ষোভে ফেটে পড়েন ভোটাররা। অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ইভিএম পরীক্ষা করতেই ধরা পড়ে ত্রুটি। তারপর পুরনো ইভিএম বদলে নতুন ইভিএম দেওয়া হলে বন্ধ থাকা ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।
সপ্তদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ সাতট রাজ্যের মোট ৫৯টা আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে বিহারে ৮ টি হরিয়ানায় ১০ টা, ঝাড়খণ্ডে ৪টে, মধ্যপ্রদেশে ৮টা, দিল্লিতে ৭টা, উত্তরপ্রদেশে ১৪ টা এবং পশ্চিমবঙ্গে রয়েছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর মিলিয়ে মোট ৮টা আসন।
বিভিন্ন সংবাদমাধ্যম সুত্রে জানা যাচ্ছে যে, বিষ্ণুপুরের ওই কেন্দ্রে ভোট শুরুর আগে মকপোল অর্থাৎ পরীক্ষামূলক ভোটের সময় সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু ভোট শুরু হতেই দেখা যায়, ইভিএমের যে বোতাম‌ই টেপা হোক না কেন, সব ভোটই পড়ে যাচ্ছে বিজেপিতে। এরপরই বুথে তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায়।