|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: আজ আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে নিরাপত্তা,ঐক্য,শান্তি ও সম্প্রীতি বজায় রাখার দাবিতে পদযাত্রার আয়োজন করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে ঘটে চলা সাম্প্রদায়িক ঘটনা,ধর্ম-বর্ণ-জাতির নামে ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হন তারা। সাম্প্রতিক ঘটে যাওয়া তাবরেজ আনসারী,সানাউল শেখ এর হত্যাকাণ্ড সহ বিভিন্ন ঘটনার প্রতিবাদ করা হয়। তাবরেজ,সানাউলের হত্যাকাণ্ডে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও রাখেন ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের বক্ত্যবের মধ্যে উঠে আসে রোহিত ভেমুলা‘র প্রসঙ্গও। আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা মুনসুর হাবিবুল্লাহ, রকিম সেখ তুফায়েল আহমেদ প্রমুখ। গবেষক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জাহিদুল হাসান,শফিক আহমেদ সহ অনেকে এই কর্মসূচীতে সামিল হন। কর্মসূচীতে অংশগ্রহণকারী পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সভাপতি সাজিদুর রহমান বলেন-ধিক্কার জানাই স্বরাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যকে যিনি মাদ্রাসার শিক্ষাকে সন্ত্রাসের সাথে যোগ করে দিয়েছেন I কোন মাদ্রাসার সঙ্গে সন্ত্রাসীদের যোগ থাকতে পারে না I কোনো সন্ত্রাসবাদী ধার্মিক হতে পারে না,সন্ত্রাসীর ধর্ম হলো সন্ত্রাস করাIদেশে যে ভয়ংকর পরিস্থিতি তৈরী হয়েছে,আজ রামের নামে শ্লোগানের দোহাই দিয়ে হাজারো মানুষের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে,তাবরেজ আনসারী থেকে শুরু করে রোহিত ভেমুলা,আফরাজুল,আসিফা আর কত হত্যা করবে,অবিলম্বে বিজেপির এই ধর্মের নামে নোংরা রাজনীতি বন্ধ করুক I
অনেক মন্দিরের পুরোহিত ধর্ষণের সাথে যুক্ত তবুও আমরা কখনো বলিনি মন্দির ধর্ষণের স্থান !কিন্তু হাজারো নজর বন্দির মধ্যে থাকা মাদ্রাসা গুলোর উপরে এমন তকমা লাগানো মেনে নেওয়া যায় না I
ছাত্রনেতা কাজি মিনহাজুল ইসলাম বলেন “এ বড়ই দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। রবীন্দ্রনাথ,নজরুল, শরৎচন্দ্রের ভারতবর্ষে- বিধর্মীদের জোর করে ‘রাম’ নাম করাবার ঘটনা শুধুই লজ্জাজনক নয়,চিন্তারও বটে। নেতাজী,ভগৎ সিং, ক্ষুদিরাম,আসফাকুল্লাহ খান এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি।এই সমস্ত বড় মানুষদের স্বপ্নকে সম্মান জানিয়ে ধর্ম-বর্ণ-জাতির নামে ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহ্বান জানাচ্ছি আমরা। ”