বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি দুঃস্থরা

নিজস্ব প্রতিনিধি , ডোমকল: ‘লিটিল স্মাইল ফাউন্ডেশন’ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরিক্ষা শিবির ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল রবিবার। এদিন ডোমকল বিটি হাইস্কুলে সকাল থেকে বিকেল পর্যন্ত রোগী দেখেন অভিজ্ঞ চিকিৎসকরা। তিনটি বিভাগে এদিন ছয়শোর অধিক মানুষ চিকিৎসা পরিষেবা নেন।এক রোগী রাহেলা বিবি জানান, বহরমপুর গিয়ে চোখ দেখানোর সমর্থ ছিল না। বাড়ির কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়ে খুব ভালো লাগছে। আশা করব আগামীতেও এই রকম পরিষেবা পাব।


    ‘লিটিল স্মাইল ফাউন্ডেশন’ সহ-সভাপতি মোবারক খান বলেন,   বিগত দিনে অনেক দুঃস্থ মানুষ আমাদের বলেছিলেন বিনামুল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে। সেই সব অসহায় মানুষদের   কথা ভেবেই বিনামুল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।  চক্ষু বিভাগ, দন্ত বিভাগ, চর্ম ও গুপ্ত বিভাগ ছাড়াও সব ধরনের পরিক্ষা বিনামূল্যে করা হয়।এদিন স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক দিব্যা লোগানাথান, ডেপুটি ম্যাজিষ্ট্রেট পার্থ মন্ডল, মহকুমা হাসপাতাল সুপার প্রবীর মান্ডি, রাঢ় বাগড়ি সংবাদপত্রের সম্পাদক মতিউর রহমান,অন্যমুখ পত্রিকার সম্পাদক তানবির কাজি, উল্কাবৃষ্টি পত্রিকার সম্পাদক এম এ ওহাব-সহ প্রমুখরা।