|
---|
শুভদীপ পতি; তমলুক: সারা রাজ্যের সাথে আজ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জেলা শাসকের দফতরের সামনে প্রতিবন্ধীদের ডাকা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালিত হল।২০১৬তে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে প্রায় তিরিশ দফা প্রতিবন্ধী আইন পাশ হয়। কার্যত রাজ্য জুড়ে সেই আইনের সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে দাবি ও শ্লোগান তুললেন বিক্ষোভে অংশগ্রহণকারী প্রতিবন্ধীরা।
বিক্ষোভকারীরা জেলা শাসকের হাতে আজ প্রায় ওই তিরিশ দফা দাবি তুলে দেন। জেলা শাসক পার্থ ঘোষ এই বিষয়ে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
আজ এই কর্মসূচীতে হাজির ছিলেন প্রতিবন্ধী সংগঠনের রাজ্য সম্পাদক কান্তি গাঙ্গুলী, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক রাজেন্দ্র প্রসাদ দাস, জেলা স্পোর্টস প্রেসিডেনট তথা রাজ্য প্রতিবন্ধী ভাইস প্রেসিডেনট পান্নালাল দাস প্রমুখ ব্যক্তিত্বরা।