|
---|
সুজাউদ্দিন আহমেদ,মুর্শিদাবাদ: আজ বেলা 11.30 নাগাদ মেদিনীপুর সিটি কলেজের সামনে একটি সরকারি বাস হাবড়া থেকে মেদিনীপুর যাওয়ার পথে ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা বাঁকুড়া মেদিনীপুরগামী লাল পারুল নামে বাসটিকে ধাক্কা মারে | লাল পারুল বাসের তিনজন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি |আরো অনেকে আহত হয়েছেন | তবে সরকারি বাসের কোনো যাত্রীর সেরকম ক্ষতি হয়নি |মেদিনীপুর ঢোকার আগে মোহনপুর সেতুর কাছে একটি ট্রাক সরকারি বাসের গায়ে হালকা ধাক্কা মেরে চলে যায় |তার পরে বাসের চালক ট্রাকটিকে তাড়া করে নিজের গন্তব্যস্থান মেদিনীপুর না প্রবেশ করে বাঁকুড়ার দিকে যেতে থাকে |সেখানেই ওভারটেক করে ধরার চেষ্টা করে, কিন্তু ট্রাকটি সাইড না দিয়ে উল্টে চেপে দেয়, আর বিপরীত দিক থেকে আসা বাস টিকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেই এই বিপত্তি ঘটায় |