|
---|
নতুন গতি নিউজ ডেস্ক ,মালদা: সারাদেশ জুড়ে চলছে মানুষ হত্যা। পুরুষ থেকে নারী এবং শিশুদেরও রক্ষা নেই। বিশেষ করে হত্যা করা হচ্ছে জাতী ধর্মের নামে। সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ কে ছিন্নবিচ্ছিন্ন করতে যেকোনো ধর্মের নাম দিয়ে সন্ত্রাসী চালানো হচ্ছে। এবং রাজনৈতিক স্লোগান দিয়ে করে চলেছে ভারতের নাগরিকদের হত্যা। মানুষ যত শিক্ষিত হচ্ছে ততটাই এই ভারতবর্ষে ধর্মের হানাহানি, মানুষে-মানুষে সম্প্রীতির অভাব কমে যাচ্ছে। মনীষীদের বাণী কে অগ্রাহ্য করে মানব আজ আইন কে নিজের হাতে তুলে নিচ্ছে নাকি আইন-কানুন তাদের হাতে চলেগেছে তা বোঝা বড় দায় হয়ে পড়েছে। চারিদিকে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে আর মানুষ দাড়িয়ে দাড়িয়ে দেখছে এবং তা মোবাইলে ভিডিও করে ইন্টারনেটে ছড়ানো হচ্ছে।
মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত কেতাবটোলা গ্রামের বাসিন্দা সেনাউল সেখ কে এলাকার কয়েকজন সমাজবিরোধী তথা সন্ত্রাসবাদী সংগঠন সক্রিয় কর্মী বাপ্পা ঘোষ, প্রদীপ চৌধুরি, পার্থ সারথি দাস, মিঠুন চৌধুরিসহ প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।
পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে মালদা জেলা সম্পাদক নাজমুস সাহাদাত তার পরিবারের সাথে সাক্ষাৎ করে সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখে তাদের নায্য বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং তার জানাজা নামাজেও শরিক হন।
এদিন তার পরিবারকে সমবেদনা জানান এবং আজ জুম্মাবাদ ফুরফুরা শরীফে দোআর মাহফিল করেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সর্বভারতীয় পরিচালক পীরজাদা আলহাজ্ব হযরত মৌ: মো: আব্বাস সিদ্দিকী ভাইজান। তিনি সারা বিশ্ববাসীর মঙ্গলকামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আগে যেমন মিলেমিশে ছিল এই ভারতবাসী সেই ভালবাসা সবার মনে জেগে উঠুক এই দোআ প্রার্থনা করেন।