দুর্গা পুজো কমিটিগুলোকে আয়কর দপ্তরের নোটিস পাঠানোর প্রতিবাদে আজ একটি ধর্নার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সরকারের ‘বঙ্গ জননী’ শাখা

নতুন গতি নিউজ ডেস্ক: বিভিন্ন দুর্গা পুজো কমিটিগুলোকে আয়কর দপ্তরের নোটিস পাঠানোর প্রতিবাদে আজ একটি ধর্নার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস সরকারের ‘বঙ্গ জননী’ শাখা। সুবোধ মল্লিক স্কোয়ারে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আট ঘন্টা ব্যাপী এই ধর্না চলবে।

    গতকাল টুইট করে একথা জানান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “আয়কর দপ্তর অনেক দুর্গাপুজো কমিটিকে কর দেওয়ার জন্য নোটিস পাঠিয়েছে। আমরা আমাদের সব জাতীয় উৎসবকে নিয়ে গর্বিত। উৎসব সকলের। কোনও পুজোতে ট্যাক্স বসানো হোক, আমরা চাই না। এটা সংগঠকদের ওপর একটি বাড়তি বোঝা হবে। বাংলা সরকার গঙ্গাসাগর মেলার ওপর থেকে ট্যাক্স সরিয়ে নিয়েছে। আমাদের দাবি, দুর্গা পুজো ও কমিটিগুলির ওপর কোন রকম ট্যাক্স বসানো চলবে না।”

    তাঁর টুইটের মাধ্যমে তিনি সকল পুজো কমিটির আয়োজক এবং বাংলাপ্রেমী মানুষদের এই ধর্নায় শামিল হওয়ার আবেদন জানান।