|
---|
নিজস্ব প্রতিনিধি,তমলুক: গত ২৮ শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়েছে গোটা বিশ্বজুড়ে ৷ এই দিনটির সাথে আমরা সবাই কোনো না কোনো ভাবে জড়িত থাকি ৷ বিশেষত বিজ্ঞান কে নিয়ে যারা কিছু ভাবেন বা পরবর্তীতে বিজ্ঞান কে নিয়ে বাঁচতে চান তাদের কাছে দিনটি খুবই আবেগ প্রবণ ৷ তাই কাঁথি সায়েন্স কোরাম ও IQAC এদের যৌথ উদেগ্যে কাঁথি প্রভাত কুমার কলেজের বিবেকানন্দ সেমিনার হলে ১০ টার সময় অনুষ্ঠিত হল বিজ্ঞান দিবস সভা ৷ এই সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মাননীয় ডঃ অমিত কুমার দে ৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় ডঃ পার্থ মজুমদার মহাশয় ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তৃথী মাইতি , ডঃ অরিন্দম স্যার ও প্রদীপ্ত পঞ্চধায়ী মহাশয় ৷ খবর সূত্রে প্রভাত কুমার কলের একজন অধ্যক্ষ আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে , ওইদিন আমরা বেলা ১০ থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত কলেজের ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আলোকপাত করি ৷ সম্পর্ন টেকনোলজিতে ৷ তিনি আরো বলেন যে ওইদিন প্রায় ছাত্র ও শিক্ষক শিক্ষিকা মিলিয়ে প্রায় ২০০-২০ মতো উক্ত সভায় উপস্থিত ছিলেন ৷ পরিশেষে বলেন যে , আমরা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ওইদিন কিছু মডেল দেখানোর ব্যবস্থা করি ৷ যাতে পরবর্তীতে ছাত্রছাত্রীদের মডেল তৈরিত অসুবিধা না হয় ৷ ছাত্রছাত্রীরা যাতে ভালো কিছু শেখে ভালো কিছু করে তার জন্যই আমাদের কলেজ সবসময় রয়েছে তাদের পাশে ৷ আমরা পরবর্তীতেও ভালো কিছু প্রোজেক্ট তুলে ধরার চেষ্টা করবো ৷ তারপরই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন ৷