|
---|
সম্প্রীতি মোল্লা : গীতাঞ্জলীর উদ্যোগে ‘হাওড়া রত্ন’ পেলেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়। আর ‘হাওড়া শ্রী’ পেলেন সাংবাদিক রবীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় ও হাওড়ার ডি এস পি দূতীমান ভট্টাচার্য। গীতাঞ্জলী একটি সামাজিক সংগঠন যে হাওড়ার শ্রেষ্ঠ নাগরিক কে ‘হাওড়া রত্ন’ প্রদান করে জুরি দের বিচারে। এর সঙ্গে সঙ্গে হাওড়ার স্টেশন কে লাইম লাইনে আনা হল হেরিটেজ তকমা থাকার জন্য। কমনওয়েলথ গেমসের সোনা জয়ী অচিন্ত শিউলি , চিত্র শিল্পী রঞ্জন কুর্মী কেও সম্মান জানানো হয়। হাওড়ার শ্রমজীবী হাসপাতাল, সালকিয়া সুইমিং অ্যাসোসিয়েশন ও হাওড়ার বুড়ি মার পরিবারের জন্যও বিশেষ সম্মানের ব্যাবস্থা থাকে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠানের উদ্বোধন করেন হাওড়া পুরসভার চেয়ারম্যান ডা. সুজয় চক্রবর্তী । উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী । সংস্থার পক্ষে বক্তব্য রাখেন সুব্রত সিনহা।