|
---|
সেখ সামসুদ্দিন : দুর্গাপুজোর প্রাক্কালে বাংলার মুখ্যমন্ত্রী তথা নেত্রীর দেয়া বস্ত্র বিতরণ করা হল মেমারি শহর তৃণমূল কার্যালয় থেকে। চিরপরিচিত কার্যালয় এখন অতীত। শহর সভাপতি অচিন্ত্য চ্যাটার্জীর বাড়ির নীচে বর্তমানে শহর তৃণমূল কার্যালয়ের ঠিকানা। শহর সভাপতি পরিবর্তনের সাথে সাথে কার্যালয়ও পরিবর্তন হয়ে যায় তাও শহরের মানুষ দেখছে। আজ মেমারির বিধায়ক নার্গিস বেগমের কোটা হতে শহর সভাপতিকে দেয়া বস্ত্র ২৮০ জনের হাতে তুলে দেয়া হয়। অচিন্ত্য চ্যাটার্জী জানান বিধায়ক নার্গিস বেগম নানান কর্মসূচির চাপে আজ থাকতে পারেননি। তারই দেওয়া শাড়ি, ধুতি, পাজামা পাঞ্জাবি, মেয়েদের চুড়িদার, ল্যাগিস, ফ্রক, ছেলেদের জামা প্যান্ট, চাদর ইত্যাদি প্রদান করা হল। সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন সহ সভাপতি আশিষ ঘোষদস্তিদার, প্রাক্তন কাউন্সিলার চিরঞ্জীব ঘোষ, জেলা তৃণমূল ছাত্র পরিষদ সহ সভাপতি মুকেশ শর্মা, অজিত সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।