সম্প্রীতির ফুটবল ম্যাচ বীরভূমের রাজনগরে হাজির অগণিত ক্রীড়াপ্রেমী উৎসাহী মানুষ

মহঃ সফিউল আলম, নতুনগতি, রাজনগর: বীরভূমের রাজনগর ডাকবাংলোয় আজ শনিবার সম্প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করা হয়৷ রাজনগর উৎসাহী যুবক কমিটির পরিচালনায় এই আয়োজন৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজনদের পাশাপাশি অগণিত ক্রীড়াপ্রেমী মানুষ তথা দর্শকবৃন্দ৷ এলাকার ও বহিরাগত মিলিয়ে ৮টি ফুটবল টীম এতে অংশ গ্রহণ করে৷

    উদ্যোক্তা ও আয়োজকদের তরফে কৌশর, কাশ্মীর সেখ, মৌলানা জাফর, আমজাদ ও তৌফিলরা জানান, প্রতি বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস ও রাখী বন্ধনকে সামনে রেখে শান্তি, সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ৷ উপস্থিত ছিলেন বিশিষ্টদের মধ্যে মৌলানা সামসুল হক, মৌলানা জাফর আলি, সজল গরাঁই, সেখ মফিজ আলি, প্রাণতোষ ওঝা, কাজী ফিরোজ, তফেজুল খান, বিকাশ নন্দন, সেখ আলি, কাসেম আলী, কাজী দোয়েল, রানাপ্রতাপ রায়, পরিমল সাহা, গাফ্ফার খান, সেখ কাবুল, রমেশ ব্যানার্জী প্রমুখ৷ বিভিন্ন গ্রাম থেকে আগত ও বহিরাগত একাধিক দল এতে অংশ নেয়৷ সকাল থেকে কয়েক ঘন্টা ঘোষনা ও সভা সঞ্চালনার দায়িত্ব এই প্রতিবেদককে দেওয়া হয়৷ খেলা পরিচালনার ক্ষেত্রে রেফারিদের মধ্যে সেখ মাসুদ, সেখ সরিদ, কাজী নাজিমরা যথেষ্ট দক্ষতার পরিচয় দেন৷ খেলা শেষে আজ সন্ধ্যায় বিশেষ স্থানাধিকারী দলকে ও কৃতী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়৷ ফাইনালে আদমপুর যুব সংঘকে হারিয়ে পান্ডীয়া একাদশ জয়লাভ করে৷ এমন শুভ প্রয়াসকে সাধুবাদ জানান এলাকার ক্রীড়াপ্রেমী মানুষেরা৷