|
---|
রাজু আনসারী, সুতি : আবারও ভিনরাজ্যে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এক শ্রমিকের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুরে। মৃত ওই শ্রমিক যুবকের নাম এমাম সেখ(১৮)। তার বাড়ি বাসুদেবপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে নিজ বাড়ি সামশেরগঞ্জের বাসুদেবপুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই এর আনধেরী এলাকায় রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু অভিযোগ, সেখানে গিয়ে দুই সপ্তাহ কাজ হলেও তারপর কোনোরকম কাজ না হওয়ায় এবং খাদ্য সংকটে পড়েন তারা। বাধ্য হয়ে ১৩ তারিখ গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন
একই গ্রামের পাঁচ শ্রমিক। মৃত শ্রমিকের সাথীদের দাবি, গীতাঞ্জলি এক্সপ্রেস সাতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছাতেই হঠাৎ ট্রেন থেকে পড়ে যান এমাম শেখ। বিষয়টি বুঝতে পেরে তৎক্ষণাৎ চেন টেনে ট্রেন থামিয়ে ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কলকাতা পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এমাম শেখ নামে ওই শ্রমিক যুবকের। শ্রমিকের মৃত্যুতে মঙ্গলবার সকাল থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। দেহ পিজিতে ময়নাতদন্তের পরেই নিয়ে আসা হবে বলেই পরিবার সূত্রে খবর।