জামালপুর মহাবিদ্যালয়ে বিদ্যাসাগরের বর্ণাঢ্য জন্ম দিবস পালন।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমান জেলার জামালপুর মহাবিদ্যালয় পালিত হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রাবন্তী ব্যানার্জি অনুষ্ঠানে সকল অধ্যাগতদের স্বাগত জানান ও স্বাগত ভাষণ দেন। পরাধীন দেশে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় শিক্ষার প্রসার ও নারী শিক্ষার অগ্রগতি নিয়ে যে সদর্থক ভূমিকা নিয়েছিলেন তা আমাদের দেশে ২০০ বছর পর তাঁর দর্শন সমাদৃত। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বিদ্যাসাগরের বর্ণময় দিকগুলি নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলক কুমার মাঝি, এই মহাবিদ্যালয়ের প্রাক্তন সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, মহাবিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি ভূতনাথ মালিক, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক অতনু হাজরা প্রমুখ। এই দিনটি শিক্ষক দিবস হিসেবে ও পালন করা হয়। অন্যদিকে বেরুগ্রাম এজিসিবি বিদ্যাপীঠেও বিদ্যাসাগরের জন্মদিনটি পালন করা হয়। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক ও পরিচালন সমিতির সদস্য প্রশান্ত পাল।