আফস্পা আইনের অন্তর্গত গোটা মণিপুরকেই ‘উপদ্রুত’ এলাকা ঘোষণা মণিপুর সরকারের

দেবজিৎ মুখার্জি: বিতর্কিত আফস্পা আইনের অন্তর্গত গোটা মণিপুরকেই ‘উপদ্রুত’ এলাকা ঘোষণা করল রাজ্য সরকার। তবে রাজধানী ইম্ফল-সহ ১৯টি থানার এলাকা সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের আওয়তায় পড়বে না। আগামী ছয় মাসের জন্য এই আইন কার্যকর থাকবে বলে খবর সূত্রের।

     

    বুধবার এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। যেখানে বলা হয়েছে, রাজ্যে বিভিন্ন চরমপন্থী ও বিদ্রোহী গোষ্ঠীর কার্যকলাপ রুখতে সশস্ত্রবাহিনী ব্যবহার করা হবে। বর্তমানে রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।