পোদ্দার গ্রুপ, বি ডি এ বর্ধমান বাসিদের সস্তায় আবাসন দিচ্ছে।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : রাজ্যের মা মাটি মানুষের জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তৃণমূল স্তরে অন্ন, বস্ত্র, বাসস্থানের বন্দোবস্ত নিশ্চিত হোক। মুখ্যমন্ত্রীর এই ভাবনাকে ত্বরান্বিত করতে এগিয়ে এসেছে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তরাও যাতে বিশ্বমানের আবাসনের সুযোগ পান সেই ব্যাপারে বি ডি এ অগ্রণী ভূমিকা নিয়েছে। এই কাজে এগিয়ে এসেছে রাজ্যের বিশিষ্ট শিল্প গোষ্ঠী বি পি পোদ্দার গ্রুপ। এই উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি বর্ধমানের উপকণ্ঠে বর্ধমান ১ নং পঞ্চায়েত সমিতির এলাকার কামনাড়াতে বি পি পোদ্দার গ্রুপ ও বর্ধমান ডেভেলপমেন্ট অথোরিটির যৌথ উদ্যোগে উপান্তিকা আবাসনের শুভ সূচনানুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি পি পোদ্দার গ্রুপের চেয়ারম্যান অরুণ পোদ্দার, এম.ডি আয়ুস পোদ্দার, সি ই ও নারায়ন আগারওয়াল, জেনারেল ম্যানেজার প্রদীপ ঘোষ, বি ডি এর চেয়ারম্যান কাকলি তা গুপ্ত, ভাইস চেয়ারম্যান আইনুল হক প্রমুখ। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বি পি পোদ্দার গ্রুপের চেয়ারম্যান অরুণ পোদ্দার জানান, বর্ধমান শহরের গা ঘেঁষে উন্মুক্ত পরিবেশে বিশ্বমানের আবাসন উপান্তিকা র শুভ সূচনা হয়। ৭৬ একর জায়গার উপর আবাসন গড়ে উঠেছে। এ ব্যাপারে বি ডি এ সর্বতোভাবে সহযোগিতা করে চলেছে। খুব সস্তায় আবাসন দেওয়া হচ্ছে। বি ডি এর ভাইস চেয়ারম্যান আইনুল হক জানান, বি পি পোদ্দার গ্রুপ এর সঙ্গে যৌথভাবে কাজ করে উপান্তিকা বাসন বর্ধমানবাসীদের এক প্রকার উপহারস্বরূপ খুব অল্প খরচে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের অন্যতম সংযোগস্থল বর্ধমান হওয়ায় বর্ধমান শহরের উপর পার্শ্ববর্তী জেলাগুলির থেকে লাখো লাখো মানুষ বসবাস করার জন্য আসছেন। বর্ধমান শহরের চাপ কমানোর জন্য বর্ধমান শহরের গা ঘেঁষে কামনাড়াতে উপান্তিকা বাসন গড়ে তোলা হয়েছে। ষাট শতাংশ উন্মুক্ত জায়গায় বিশ্বমানের আবাসনের পাশাপাশি থাকছে, ক্লাব হাউস, লাইব্রেরী, কমিউনিটি হল, টেবিল টেনিস রুম, সুইমিং পুল, হেলথ ক্লাব, জোগাড়স ট্রাক, কনভেনিয়েন্স স্টোর, ফার্মেসি ডক্টরস চেম্বার, এলডারলি সিটিং এরিয়া ব্যাডমিন্টন কোর্ট, গার্ডেন, স্কুল চিলড্রেন প্লে এরিয়া, স্কুল, কলেজ, বিজনেস সেন্টার। এ ব্যাপারে বি পি পোদ্দার গ্রুপের জেনারেল ম্যানেজার জানান, উপান্তিকা হাউসিং প্রজেক্ট এ ব্যাপক সাড়া মিলেছে। বর্তমানে ওয়ান বি এইচ কে, টু বি এইচ কে বুকিং শুরু হয়ে গেছে। যেকোনো ব্যাংক থেকে আবাসন নেয়ার জন্য লোনের সুবন্দোবস্ত আছে। কামনারা এলাকার পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মল্লিক বলেন, এই এলাকায় আবাসন প্রকল্প গড়ে ওঠায় এলাকায় আর্থসামাজিক ব্যবস্থার এক অভাবনীয় পরিবর্তন ঘটবে।