বর্ধমান মডেল মাদ্রাসা পড়াশুনোর পাশাপাশি সহ-পাঠক্রমিকেও উজ্জ্বল

জে এ সেখ, পূর্ব- বর্ধমান : পূর্ব-বর্ধমান জেলার একমাত্র ইংলিশ মিডিয়াম মাদ্রাসা বর্ধমান মডেল মাদ্রাসা(গভ.)। শহর লাগোয়া বর্ধমান-২ ব্লকের বাম এলাকায় জাতীয় সড়কের পাশে অবস্থিত এই মাদ্রাসা পড়াশুনোর পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও বেশ নজর কাড়ছে। ইসলামিক ঐতিহ্য সহযোগে আধুনিকতার পাঠ নিয়ে মাদ্রাসাটি এগিয়ে চলেছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মহম্মদ নাসরুদ্দিন জানান , গত ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের রেড-রোড প্যারেড অনুষ্ঠানে এই মাদ্রাসার পড়ুয়ারা চারণ কবি মুকুন্দ দাসের “আমি দশ হাজার প্রাণ যদি পেতাম / তবে ফিরিঙ্গী বণিকের গৌরব-রবি অতল জলে ডুবিয়ে দিতাম” – এর নৃত্যগীতি প্রদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা কুড়িয়েছিল। মাদ্রাসায় বিশেষভাবে মার্শাল আর্ট ও আর্ট অ্যান্ড ক্রাফট এর প্রশিক্ষণ শুরু হয়েছে। তিনি আরও জানান, খুব শীঘ্রই ৫০ বেডের হোস্টেল শুরু হতে চলেছে। বৃহস্পতিবার মাদ্রাসার ছাত্রছাত্রীরা তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ধরনের দৌড়, লং জাম্প, শর্টপাট, ডিসকাস, জাভলিন প্রভৃতি ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রাখে। এছাড়াও শিক্ষিকাদের চামচ দৌড় এবং শিক্ষকদের স্লো-সাইকেল,অভিভাবক-অভিভাবিকাদের মিউজিক্যাল-চেয়ার প্রতিযোগিতা উপস্থিত সকলের মধ্যে আনন্দের পরিবেশ গড়ে তোলে।

    পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন গলসি রুরাল এডুকেশনাল সোসাইটির সম্পাদক তাবিবুর রহমান, সভাপতি মনিরুল ইসলাম মন্ডল,বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত সদস্য আজাদ রহমান, নৃত্যগীতির কোরিওগ্রাফার অভিষেক দত্ত,উর্দূ কবি মোহাম্মদ রিয়াজউদ্দিন প্রমুখ। উল্লেখ্য, বর্তমানে ৭০০ র বেশি শিক্ষার্থী রয়েছে। ২০২৫ সালে মাধ্যমিকের প্রথম ব্যাচ বের হবে। এলাকার ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী পঞ্চায়েত সদস্য আজাদ রহমান জানান, এলাকায় যেমন বিভিন্ন ব্যয় বহুল বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, তেমনি পাল্লা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সদিচ্ছায় প্রতিষ্ঠিত বিনা খরচে সরকারী এই ইংলিশ মিডিয়াম মাদ্রাসাটি এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে, কনট্র্যাক্টচুয়াল শিক্ষক-শিক্ষিকাদের বেতন কম ও অনিয়মিত হওয়ায় তাঁদের মধ্যে অসন্তোষের সুর শোনা গেছে।তাঁদের দাবি,সম্মানজনক বেতন বাড়িয়ে তা নিয়মিত করা হোক।