|
---|
রফিকউদ্দিন : ২৪এপ্রিল,শুক্রবার,পূর্ব বর্ধমানে, মেমারী, আল মদিনা এডুকেশন এ্যাণ্ড ওয়েলফেয়ার সোসায়টি এর পক্ষ থেকে ইফতারী সহ সামগ্রীক দেওয়া হয় কেন্না গ্রামে। নোভেল করোনা ভাইরাসের সংক্রমণকে রোধ কারার লক্ষ্যে আমাদের দেশে তথা রাজ্যে লকডাউন বলবত থাকার পরিপ্রেক্ষিতে ওই সব শ্রমজীবী মানষুজন যাঁরা দিন এনে দিন খান তাঁরা স্বাভাবিকভাবেই সংকটের মধ্যে রয়েছেন। এই করোনা ভাইরাস সারা বিশ্বে যখন এক প্রবল মহামারী রুপ নিয়েছে,এই উপলক্ষ্যেকে কেন্দ্র করে এলাকার গরীব দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন আল মদিনা এডুকেশন এ্যাণ্ড ওয়েলফেয়ার সোসায়টির থেকে ত্রাণ বিলি কাজ প্রায় প্রতিদিনই চলছে। ওয়েলফেয়ার সোসাইটির পক্ষো থেকে পূর্ব বর্ধমানে কেন্না গ্রামে ৬৫জন গরীব পরিবারের হাতে ইফতারি সামগ্রিক সহ চাল, আলু, পিয়াজ, ছোলা, চিনি, সরষেতেল, সাবান তুলে দিলেন জাতিধর্ম নির্বিশেষে। সহযোগিতা করেছেন সেখ সুজাউদ্দিন, জাহির হোসেন উপপ্রধান,নজরুল ইসলাম,আহমেদ হোসেন, সেখ জালালউদ্দিন,ওসমান মল্লিক,সেখ কামরুজ্জামান,প্রমুখরা।