এসএসসি অফিসের সামনে স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারি ননটেন্ড প্রার্থীদের গন ডেপুটেশন ও ধরনা দাবি।

এন. মহাম্মদ : ২১ফেব্রুয়ারী,শুক্রবার, এস এস সি  অফিসে আচার্য সদন এর সামনে স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারি ননটেন্ড প্রার্থীদের গন ডেপুটেশন এবং ধরনা মূলত দাবি হল। এই সমস্ত ননট্রেন্ড দের ভেরিফিকেশন হলেও ইন্টারভিউ হয়নি। কিন্তু সংরক্ষিত ক্যাটাগরিতে (SC.ST.OBC) সমস্ত বিষয়ে সিট ফাঁকা থাকলেও নন টেন্ডদের ইন্টারভিউ ডাকা হয়নি, কিন্তু গ্যাজেট বলা ছিল ট্রেন্ড দের নেওয়ার পর নন টেন্ড নেওয়া হবে। টেন্ড পার্থী দেড় ইন্টারভিউ হয়ে গেলেও নন ট্রেন্ড প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়নি, তাঁর সদুত্তর কমিশন দিতে পারেনি কোটের।আপার প্রাইমারি প্রায় ছয় বৎসর নিয়োগ আটকে আছে তাই যাহাতে নন টেন্ড ইন্টারভিউ হয়। এই প্রার্থী গুলি পরে অনেকে ট্রেন্ড হয়েছেন যাহাতে এসব প্রার্থীদের ইন্টারভিউ হয় তার জন্য কমিশনে একটি ডেপুটেশন দেয়া হয়। এই ডেপুটেশনে আরবি বাংলা ইতিহাস ভূগোল সহ অন্যান্য বিষয়ের প্রার্থীরা উপস্থিত ছিলেন কমিশনের আশ্বাসে শেষে ধরনা ওঠে এদের পরবর্তী কর্মসূচি শিক্ষা মন্ত্রীকে ডেপুটেশন দেওয়া । এবং অবিলম্বে এই নন ট্রেন্ড প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে চাকরির ব্যবস্থা করতে হবে।