|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক : গতকাল মহা শিবরাত্রি উপলক্ষে আবার একসাথে দেখা মিললো হৃত্বিক ও তার প্রাক্তন স্ত্রী সুজান কে শিবের মাথায় জল ঢালতে। একসাথে শিবরাত্রি পালন করলেন দুজনে, শুক্রবার সন্ধেয় সপরিবারে পানভেলের শিবমন্দিরে দেখা যায় হৃতিক রোশনকে সঙ্গে ছিলেন সুজান খান। হৃতিকের ইনস্টায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, অভিনেতা পুজো করছেন শিবলিঙ্গকে। পাশে প্রাক্তন স্ত্রী সুজান খান। তাঁদের সঙ্গে রয়েছে দুই ছেলে রিহান ও হৃধান। উপস্থিত ছিলেন রাকেশ রোশনও। নেটদুনিয়ায় জল্পনা তুঙ্গে।