স্বচ্ছতায় এগিয়ে কলকাতা বিমান বন্দর। দেশের মধ্যে সেরা বিমানবন্দরের শিরোপা পেল আমাদের শহর কলকাতা

নতুন গতি ডিজিটাল ডেস্ক : ‘এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া’ দ্বারা পরিচালিত বিমানবন্দরগুলির মধ্যে স্বচ্ছতায় সেরার শিরোপা পেল দমদম বিমানবন্দর। এই তালিকায় কলকাতা চেন্নাই এবং জয়পুরকে পেছনে ফেলে এগিয়ে। দ্বিতীয় চেন্নাই ও তৃতীয় স্থান পেয়েছে জয়পুর বিমানবন্দর।

    স্বচ্ছতা অ্যাওয়ার্ড ২০১৯ প্রকাশ করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সেখানে স্বচ্ছ ও নিরাপদ বিমানবন্দর হিসেবে শীর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেশের বড় ১৩টি বিমানবন্দরের মধ্যে আটটির পরিচালনা করে এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়া। এগুলি হল কলকাতা, চেন্নাই, জয়পুর, অহমদাবাদ, পুনে, গোয়া, গুয়াহাটি এবং লখনউ। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কোচিন বেসরকারি বিমানবন্দর।

    কলকাতা বিমান বন্দর, টার্মিনাল ও শৌচালয়ের পরিচ্ছন্নতার জন্য এই শিরোপা জিতল বলে জানা যাচ্ছে। এখানকার শৌচালয়ের অবস্থা নিয়ে যাত্রীদের আগে অনেক ক্ষোভ ছিল। গত বছরের মাঝামাঝি ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে।