|
---|
নিজস্ব সংবাদদাতা: সকালেই বিজেপী নেতাকে ঘিরে বিক্ষোভ দেখালেন খোদ বিজেপী কর্মীরাই।আজ সকালে নকসালবাড়ির পোখাইজোত এলাকায় নিজেরই ক্যাম্পে নিজের দলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন জন বার্লা। আজ সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের কারনে শিলিগুড়িতে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। কর্মীদের সাথে তিনি বসে খোস মেজাজেই কথা বলছিলেন হঠাৎ করে দুজন বিজেপী মহিলা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে জানতে চান তিনি কি করছেন? তাদের কর্মীদের খাবার জল নেই রাস্তা খারাপ,লাইট থাকে না।জন বার্লার সেক্রেটারি তাদের বোঝাতে গেলে তার উপর চড়াও হন বিজেপী সমর্থকেরা। সেই সময় এক তৃণমূল নেতা অমিয় মজুমদার বলে ওঠেন বিজেপীর নিজের দলের সমথাকেরাই নিজেদের নেতাকে দেখতে পারে না,কিকরে সাধারন মানুষ বিজেপীকে পছন্দ করবে?পরে বিশাল পুলিশ বাহিনী এসে বিজেপীর সমর্থকদের হাত থেকে বিজেপীর মন্ত্রীকে উদ্বার করে নিয়ে যায়।