|
---|
নতুন গতি প্রতিবেদক : সম্প্রতি দার্জিলিং, সিকিম সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় ধ্বস নেমেছিল। সেই কারণে সমতলের সঙ্গে পাহাড়ের যোগাযোগ বারে বারে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সামনে আসছিল। ধসের কারণে বেশ কিছু পর্যটক পাহাড়ের আটকে পড়েছিলেন।
রবিবার বিকেলে ফের সিকিম গামি ১০ নম্বর সড়কে ধ্বস নামে, কালিঝরার কাছে ধ্বস নেমেছে বলে জানা গিয়েছে। সেই কারণে আবার সমতলের সঙ্গে পাহাড়ের যোগাযোগ অবরুদ্ধ হয়ে যায়।