|
---|
লুতুব আলি : মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল এ পি ডি আর এর ৫০ বছর। ২৬ জুন কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান। উদ্বোধন করেন এপিডি আর এর বর্ষীয়ান কর্মী সনৎ রায়চৌধুরী। স্বাগত ভাষণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত সুর। উল্লেখ্য, ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে কলকাতার বৌ বাজার, শ্যামবাজার, ফুলবাগান, যাদব পুর এইট বি বাসস্ট্যান্ডে এপিডি আর এর ট্যাবলো সহকারে সভা হয়। ১৯৭২ সালে এপিডি আর এর প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সরকারের কোপে পড়ে বলে সংগঠনটি নেতৃত্বরা অভিযোগ করেন। ১৯৭৫ থেকে ৭৭ সালে জরুরি অবস্থার সময় সংগঠনটিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। এপিডি আর এর সহ-সম্পাদক আলতাব আমেদ জানান, রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে গণ আন্দোলন সংগঠিত করতে গিয়ে বারে বারে তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দপ্তরের উপদেষ্টা দোভাল সম্প্রতি বলেছেন নাগরিক সমাজই মূল শত্রু। এই উক্তির বিরুদ্ধে এপিডি আর অনুষ্ঠানে তীব্র নিন্দা করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তক্ষয় ই সংগ্রামের মধ্য দিয়ে এই সংগঠনটি অর্ধশতাব্দী পার করে দিল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোলান গঙ্গোপাধ্যায়, কল্লোল দাশগুপ্ত, ড. স্থবির দাশগুপ্ত, শাশ্বতী ঘোষ, টি ইউ সি সি শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্ব রবীন্দ্রনাথ চক্রবর্তী, কমল তিওয়ারি । এছাড়াও অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলেন মানবাধিকারকর্মী ক্লান্তি চৈতন্য, উড়িষ্যা থেকে দেব রঞ্জন ষড়ঙ্গী, উত্তরপ্রদেশ থেকে সীমা আজাদ, ঝাড়খন্ড থেকে অলকা কুজুর, ফারাক্কা থেকে জুবেইর আলী, দুর্গাপুর থেকে সুরেশ বায়েন, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী আনন্দ মুখোপাধ্যায়, নবপর্যায় এর সন্দীপ দাস গুপ্ত। সভাপতিমণ্ডলীতে ছিলেন সনদ রায় চৌধুরী, অমিত দুত্যি কুমার, তাপস চক্রবর্তী, বাপি সেনগুপ্ত তপতী চট্টোপাধ্যায় প্রমুখ। বর্ণাঢ্য অনুষ্ঠানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ঘোষ, আবৃত্তি পরিবেশন করেন বাসুদেব মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে সনৎ রায়চৌধুরীর ভারতীয় গণতন্ত্রের স্বরূপ নামে একটি পুস্তক প্রকাশিত হয়। অনুষ্ঠানে লিশার সঙ্গীত সমাদৃত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তাপস চক্রবর্তী।